ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, এপ্রিল ২০, ২০১৮
ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ৫

ঝালকাঠি: ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।  পাশাপাশি বহিষ্কৃত ৪জনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের সঙ্গে হেডফোন লাগিয়ে বাহির থেকে উত্তরপত্র তৈরি করছিলো।

এ অপরাধে ৫ জনকে বহিষ্কার করা হয়। পাশাপাশি বহিষ্কৃতদের মধ্যে ৪ জনকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।