ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লালমনিরহাটে অটোচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, এপ্রিল ১৭, ২০১৮
লালমনিরহাটে অটোচালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাট শহরের সুরকীমিল এলাকা থেকে সাইফুল ইসলাম বিপ্লব (১৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সুরকীমিল এলাকার (শেখ কামাল স্টেডিয়ামের পূর্ব পাশ) হাসেম আলীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল সুরকীমিল এলাকার আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় কয়েক নারী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ