ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ভুয়া দন্তচিকিৎসককে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, এপ্রিল ১৭, ২০১৮
বরিশালে ভুয়া দন্তচিকিৎসককে কারাদণ্ড

বরিশাল: বরিশালের হাসপাতাল রোডের মিনার ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এক ভুয়া দন্তচিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বরিশাল: বরিশালের হাসপাতাল রোডের মিনার ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এক ভুয়া দন্তচিকিৎসককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধা ৭টার দিকে হাসপাতাল রোডের আমেনা খাতুন ভবনের দ্বিতীয় তলায় মিনার ডেন্টাল কেয়ারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেল।

এ সময় দন্তচিকিৎসকের পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করায় মো. মিজানুর রহমান নামে এক ডেন্টিস্টকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মিজানুর রহমান বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার কাদের মোল্লার ছেলে।

ম্যাজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেল বাংলানিউজকে জানান, একজন ডেন্টিস্ট হয়ে ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা থাকলেও সেখানে দণ্ডপ্রাপ্ত ব্য‌ক্তিকেই ডাক্তার হিসেবে দেখানো হ‌চ্ছিলো। এছাড়া আইন অনুযায়ী কোনো ক্লিনিক বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য সেবার চার্টসহ বিভিন্ন বিষয় থাকতে হবে, যা তার কাছে ছিলনা। পাশাপাশি তার রেজিস্ট্রেশন নাম্বারও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ