ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, এপ্রিল ১৭, ২০১৮
রূপগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুক না পেয়ে সানোয়ারা বেগম (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার দাড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সানোয়ারা উপজেলার গঙ্গানগর এলাকার সমর আলীর মেয়ে।

সানোয়ারা বাংলানিউজকে বলেন, চারবছর আগে দাড়িকান্দি এলাকার আমির হোসেনের ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার। এর প্রায় দেড়বছর পর থেকে তিনি ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতে শুরু করেন। পাশাপাশি মাদকের টাকার জন্য বিভিন্ন সময়ে আমার বাবার কাছ থেকে যৌতুক নেওয়াও শুরু করেন। বাবাও আমার সুখের কথা চিন্তা করে বার বার তাকে টাকা দিয়ে আসছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে আবারো সুজন আমাকে বলেন, বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে। তাতে আমি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারধর করেন সুজন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ