মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝ পদ্মা থেকে ৩৯১ নম্বর আইটি উদ্ধারকারী টাগবোট জাহাজ ফেরিটি উদ্ধার করে। এর আগে দুপুর ১টার দিকে ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিটি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, আটকা পড়া শিমুলিয়া ঘাটগামী কে টাইপ ফেরিটির যাত্রীদের লঞ্চ ও সিবোটের মাধ্যমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। জোয়ারের পানি আসায় ও উদ্ধারকারী জাহাজের সহায়তায় ফেরিটি উদ্ধার করা হয়। বর্তমানে ঘাট এলাকায় ফেরিটি অবস্থান করছে বলে জানান তিনি।
** মুন্সিগঞ্জে মাঝ পদ্মায় ফেরি আটকা
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরবি/