ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে মাঝ পদ্মায় ফেরি আটকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, এপ্রিল ১৭, ২০১৮
মুন্সিগঞ্জে মাঝ পদ্মায় ফেরি আটকা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় ছোট-বড় ১৬টি যানবাহন নিয়ে ‘ফরিদপুর’ নামে একটি ফেরি আটকা পড়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিটি আটকা পড়ে। বিকেল ৩টার দিকে ফেরিটি উদ্ধার করতে টাগবোট ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

এদিকে দীর্ঘসময় ধরে ফেরি আটকা পড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি শুরু হলে ফেরি ‘ফরিদপুর’ লৌহজং টার্নিং পয়েন্টে আটকা পড়ে। জোয়ারের পানি না আসা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ