ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশরাফ সিদ্দিকীর চুক্তির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, এপ্রিল ১৭, ২০১৮
আশরাফ সিদ্দিকীর চুক্তির মেয়াদ বাড়লো

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মু. আশরাফ সিদ্দিকীর (বিটু) চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৭ এপ্রিল) পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা বিটুকে গত বছরের ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বিটু ময়মনসিংহের সদর উপজেলার মাসকান্দা এলাকার অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ