ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সূর্য চাকমার শেষক্রিয়া সম্পন্ন, মামলা হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, এপ্রিল ১৭, ২০১৮
সূর্য চাকমার শেষক্রিয়া সম্পন্ন, মামলা হয়নি সূর্য বিকাশ চাকমার (৪৫) দাহ ক্রিয়া

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে নিহত সূর্য বিকাশ চাকমার (৪৫) শেষক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে জেলার কমলছড়ির একটি বৌদ্ধ শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সূর্য বিকাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।  

মঙ্গলবার দুপুরে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাশ কমলছড়ি বৌদ্ধ শ্মশানে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হয়। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে জেলা সদরের আপার পেরাছড়া এলাকায় সূর্য বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত ব্যক্তি শহরের স্লুইচ গেইট এলাকার মৃত ফনি ভূষণ চাকমার ছেলে।

বিকাল ৫টার দিকে পুলিশ ওই এলাকার জনৈক দয়াল কুমার চাকমার বাড়ির উঠান থেকে সূর্য বিকাশ চাকমার লাশ উদ্বার করে। জানা গেছে, তিনি ওই বাড়িতে নিমন্ত্রণ খাচ্ছিলেন। তাকে ডেকে নিয়ে কাছ থেকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাৎ হোসেন টিটো জানান, হত্যার ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ