বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ
ঠাকুরগাঁও: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ডায়াবেটিস রোগীদের কথা ভেবে হাসপাতালের উন্নয়নে ব্যাপক কাজ করছে বর্তমান সরকার। ডায়াবেটিস নির্মূল করা সম্ভব নয়, একে নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সহযোগিতায় সরকারের কোনো কমতি নেই।
সরকারের প্রচেষ্টায় চিকিৎসা ও রোগ প্রতিরোধে এখন উপজেলা পর্যায়েও চিকিৎসকসহ উন্নয়নের ছোঁয়া লেগেছে।
মুক্তিযোদ্ধা একরামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।