রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, আব্দুল বারী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মৃত মুস্তাকিমের ছেলে। পেশায় তিনি ঝাড়ু বিক্রেতা ছিলেন।
মঙ্গলবার ভোরে তিনি পাশের সৈয়দপুর গ্রামে ঝাড়ু বিক্রি করতে যান। তারপর আর বাড়ি ফেরেননি। দুপুরের পর ওই গ্রামের একটি জমির আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষেকরা থানায় খবর দেন। পরে গোদাগাড়ী থানার পুলিশ ওই গ্রামে গিয়ে আব্দুল বারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বলেন, আব্দুল বারী মৃগী রোগী ছিলেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এসএস/আরআর