মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা একশন এইড আয়োজিত ‘রানা প্লাজা ধসের ৫ বছর: শোভন কর্মস্থল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে অনেক অটোমেজেশন হয়েছে।
অর্থনীতিবিদ এম এম আকাশের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, তিনি অনেক কথা বলেছেন। এ বিষয়গুলো নিয়ে পলিসি লেভেলে কথা হবে। যদি ভবিষ্যতে সুযোগ হয়, সংসদে যে শ্রম বিষয়ক কমিটি আছে সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা করবো।
একশন এইডকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, সত্যকে আমাদের অনুধাবন করতে হবে। বাস্তবতার নিরিখে বিচার বিশ্লেষণ করেই মানুষের জন্য, যারা উৎপাদন করে, সমাজকে টিকিয়ে রাখে তাদের দিকে তাকানো প্রয়োজন। শুধু রাজনৈতিক নয়, এটা মানবিক দিকও।
অনুষ্ঠানের শেষ দিকে ছবি বিশ্বাসের কাছে দাবি রেখে আয়োজক সংস্থা একশন এইড-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, আপনি যখন সংসদীয় কমিটিতে যাবেন তখন শ্রমিকরা যেন সম্মানজনক- প্রয়োজনীয় একটি ভিত্তি পায় এটার দিকে লক্ষ্য রাখবেন। মূল্যস্ফীতি ও বাস্তবতাকে মাথায় রেখে যেন ক্ষতিপূরণ নির্ধারণ হয়।
তিনি বলেন, আমাদের যেন কেউ জোর করে কোথাও কাজে পাঠাতে না পারে সেদিকটাও দেখতে হবে। আমাদের শ্রমিকদের রাইটস এনটাইটেলমেন্ট, আইনে যা আছে সেটার প্রয়োগ এবং শ্রমিকরা যেন একটা উন্নত দেশের শ্রমিক হিসেবে পরিচয় পেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করি রানা প্লাজায় যারা প্রাণ দিয়েছেন তাদের কথা আমরা ভুলে যাবো না। তাদের জন্য এবং আমাদের নিজেদের জন্য এই আন্দোলন চালিয়ে যাবো।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি লরি হেনরি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, প্রফেসর ইসরাত ইসলাম, ট্রেড ইউনিয়ন সেন্টারের জেনারেল সেক্রেটারি ড. ওয়াজেদুল ইসলাম, পলমল গ্রুপের জেনারেল ম্যানেজার মেজর অব. মিজানুর রহমান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএইচ/আরআর