ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৩ বছর পর অনিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, এপ্রিল ১৭, ২০১৮
৩ বছর পর অনিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরার চাঞ্চল্যকর অনিক হত্যা মামলার প্রধান আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা থেকে সোমবার (১৬ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ নিজ হাতে ধারালো ছুরি দিয়ে অনিককে হত্যার কথা স্বীকার করেছেন।

২০১৫ সালের ২৭ মে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৫ নম্বর রোডে সজিব ও আকাশের নেতৃত্বে বখাটে গ্রুপের সদস্যরা অপু নামে এক কিশোরকে মারধর করে। এই ঘটনার সূত্র ধরে একইদিন বিকেল ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের জেরিন রোডে মারুফ তার সহযোগীদের নিয়ে অনিককে ছুরিকাঘাত করে হত্যা করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ