মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২ দালালকে হাজির করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইল পাসপোর্ট অফিসের প্রকল্পের অধীনে কর্মরত মো. মুরাদ (২৬) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দোয়ারা গ্রামের মৃত হানিফ গাজির ছেলে মো. রফিকুল ইসলাম (৪৭)।
গত সোমবার (৯ এপ্রিল) দুপুরে নড়াইলের আলাদাতপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা ২ বোনসহ ১ দালালকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দায়ের করা হয়। আটক ওই দালালের দেওয়া তথ্যের ভিত্তিতে দালাল মুরাদ ও রফিকুলকে আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে দালাল চক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব নামের ২ রহিঙ্গা। কথাবার্তায় সন্দেহ হলে সেসময় তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ