ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভুয়া ভিসা তৈরির সরঞ্জামসহ ৪ প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, এপ্রিল ১৭, ২০১৮
ভুয়া ভিসা তৈরির সরঞ্জামসহ ৪ প্রতারক আটক ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ ভুয়া মেট স্টিকার

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউরোপের (সেনজেন) ভুয়া ভিসা তৈরির বিপুল পরিমাণ সঞ্জামসহ চার প্রতারকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক প্রতারকরা হলেন- মো. জিয়াউল হক জুয়েল, মো. জাকারিয়া মাহামুদ, মো. মাহবুবুর রহমান ও মো. মামুন হোসেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর হমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক চার প্রতারক দীর্ঘদিন ধরে সেনজেন ভুক্ত দেশ (ইউরোপ) ও নর্থ সাইপ্রাসের জাল ভিসার মাধ্যমে পাঠানোর প্রলোভন দেখাতো। এসব প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছে। পরে সোমবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৪টি ভুয়া সেনজেন ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট, ব্যাংকের  জাল হিসাব বিবরণী এবং ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ মেট স্টিকার পেপার জব্দ করা হয়।

এছাড়া নর্থ সাইপ্রাসে পাঠানোর জন্য ভুয়া ইনভাইটেশন, ব্যাংক গ্যারান্টি, ভুয়া ডকুমেন্টস প্রস্তুতের জন্য একটি সিপিইউ, একটি মনিটর, স্ক্যানার ও প্রিন্টারসহ অন্যান্য এক্সেসরিজ জব্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ