ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আন্দোলনকারী তিন নেতার চোখ বাঁধা হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, এপ্রিল ১৭, ২০১৮
‘আন্দোলনকারী তিন নেতার চোখ বাঁধা হয়নি’ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে তুলে নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

আবদুল বাতেন বলেন, ওই তিন ছাত্র নেতার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই।

তাদের চোখ বেঁধে তুলে নেওয়ার বিষয়টিও একেবারে ভিত্তিহীন।

আন্দোলনকারী ওই ছাত্র নেতারা কেন চোখ বাঁধার অভিযোগ করছে তা তারাই ব্যাখ্যা দিতে পারবেন বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, ঢাবি ভিসির ভবনে হামলার ঘটনায় করা মামলার তদন্তের প্রয়োজনে একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে ডাকা হচ্ছে। যেহেতু হামলাকারীদের আমরা চিনি না তাই শিক্ষার্থীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উপাচার্যের বাসভবনের হামলা মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ