ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভৈরবে গাঁজা-ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, এপ্রিল ১৭, ২০১৮
ভৈরবে গাঁজা-ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক মাদকসহ আটক ব্যক্তিরা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৫ কেজি গাঁজা ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারাগন গ্রামের মো. দানু মিয়ার ছেলে মো. কবির হোসেন (৩৫), সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মঞ্জু মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (২০) ও একই এলাকার মৃত আব্দুর রউফ মুন্সির ছেলে মো. খোরশেদ মিয়া (৫০)।

কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২৪ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ