ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবালয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, এপ্রিল ১৭, ২০১৮
শিবালয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের চাপায় টিপু সুলতান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বাংলানিউজকে জানান, সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইলেক আরোহী টিপু সুলতান গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়ামিন উদ দৌলা আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত টিপু সুলতান আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর ০৬০৩৯-৩১১২২। তার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি মোটরসাইকেলযোগে নতুন কর্মস্থল গোপালগঞ্জ যাচ্ছিলেন।

এ ঘটনায় বাস চালকে আটক করা হয়েছে। টিপু সুলতানের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ইয়ামিন উদ দৌলা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।