ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, এপ্রিল ১৭, ২০১৮
বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে পারভেজ হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

পারভেজ উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বাইরে যান পারভেজ হাওলাদার। এরপর তিনি আর ফিরে আসেননি।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন পারভেজকে ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।