ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুজিবনগর দিবসের ম‍ূল কর্মসূচি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, এপ্রিল ১৭, ২০১৮
মুজিবনগর দিবসের ম‍ূল কর্মসূচি শুরু মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও গার্ড অফ অনার গ্রহণ

মেহেরপুর: বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল উপলক্ষে ঐতিহাসিক বিশাল জনসভা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে শেখ হাসিনা মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেলা সোয়া ১১টার সময় এ জনসভা শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিশাল দল মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ সোলাইমান হোসেন সেলুন জোয়ার্দার এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এসময় বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, ও স্কুলের শিক্ষার্থীরা জাতীয় নেতাদের গার্ড অফ অনার দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

জনসভায় আরো উপস্থিত রয়েছেন মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়াসহ জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার শতাধিক এমপি।
মুজিবনগর আম্রকাননে বিশাল মঞ্চের পাশে বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।