স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেলা সোয়া ১১টার সময় এ জনসভা শুরু হয়।
বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিশাল দল মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ করেন।
মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এসময় বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, ও স্কুলের শিক্ষার্থীরা জাতীয় নেতাদের গার্ড অফ অনার দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
জনসভায় আরো উপস্থিত রয়েছেন মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়াসহ জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার শতাধিক এমপি।
মুজিবনগর আম্রকাননে বিশাল মঞ্চের পাশে বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ