রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
স্থানীয়রা জানান, থানারবাইদ গ্রামের বাসিন্দা প্রশান রেমা একই এলাকার বাসিন্দা ১১ বছরের তার নিজ শ্যালিকে ২ এপ্রিল ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানানোর চেষ্টা করা হলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকার মাতব্বররা বিষয়টি মীমাংসার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকেন। বিকেলে প্রশেনকে এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় প্রশানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআরএস