ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বর্ষবরণে শিশু পরিবারের ষোলকলা বাঙালিয়ানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, এপ্রিল ১৪, ২০১৮
বর্ষবরণে শিশু পরিবারের ষোলকলা বাঙালিয়ানা বর্ষবরণে শিশু পরিবারের ষোলকলা বাঙালিয়ানা

নেত্রকোনা: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে গোসলের পর দিনের শুরুটা হয়েছিলো সাদা ভাত, পাটশাক, আলুভর্তা আর ডালভাজি দিয়ে আহার করে। তারপর ঐতিহ্যের সুতো ধরে পরিপাটি পোশাক। যেনো ষোলকলা বাঙালিয়ানা।

শনিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ করতে বৈশাখী ব্যানার হাতে নেত্রকোনা সরকারি শিশু পরিবারের এমনই ৯০টি শিশুকে নিয়ে তাদের শিক্ষকরা মঙ্গল শোভাযাত্রায় বের হন। শোভাযাত্রা শেষে নাচ, গান, কৌতুক, কাবাডি, মোরগ লড়াইসহ নানারকম গ্রামীণ খেলাধুলা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেতে ওঠে কোমলমতি ওই শিশুরা।

মধ্যাহ্নের বিরতিতে ইলিশসহ দেশীয় প্রজাতির নানা রকম ছোট মাছ, মাংস, ডাল, ভর্তা ও ভাজি দিয়ে হয়ে যায় তাদের দুপুরের খাবার। কিছু সময় বিশ্রামের পর সেই প্রতিযোগিতায় আবার মেতে ওঠে তারা।

বিভিন্ন আঙ্গিকের এসব প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত প্রধান অতিথি নেত্রকোনা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তোলে দেন। বর্ষবরণে শিশু পরিবারের ষোলকলা বাঙালিয়ানা

আট বছরের শিশু মাহিন বর্ষবরণ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বাংলানিউজকে বলে, আজকের পুরোদিনটি অনেক ভালো লেগেছে। সবাই মিলে খেলাধুলা ও গান গেয়ে প্রতিযোগিতায় নেমে অনেক আনন্দ পেয়েছি।

মাহিনের মতো একই বয়সের শিশু মাসুম ও সজিব বাংলানিউজকে বলে, পহেলা বৈশাখ উপলক্ষে মজাদার সব খাবার খেয়েছি। নতুন গেঞ্জিও পেয়েছি।

ওমর ফারুক ও ইলিয়াস আল হোসেন বাংলানিউজকে বলে, আমরা চাই সরকারি শিশু পরিবারে বার বার পহেলা বৈশাখ ফিরো আসুক। এই দিনটিতে আমরা এখানে স্যারদের নিয়ে খাওয়া-দাওয়া, খেলাধুলা ও গান-বাজনা করে ভীষণ আনন্দ উপভোগ করি।

প্রশিক্ষণার্থী সমাজকর্মী শিবলী আক্তার বাংলানিউজকে বলেন, অনাথ এই শিশুদের মাঝে এসে আমি জীবনকে খুব কাছে থেকে উপলব্ধি করেছি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।