শনিবার (১৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুর কলেজ গেইটে মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এবং কম্পট্রোলার খাইরুল বাশার জুয়েল।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব-পার্বণে তাদের স্মরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া মোহাম্মদপুরে ১৩ তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আবাসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসএইচ