ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, এপ্রিল ১৪, ২০১৮
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা/ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তাদের জন্য ফল-ফুল এবং মিষ্টি পাঠান তিনি।

শনিবার (১৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুর কলেজ গেইটে মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এবং কম্পট্রোলার খাইরুল বাশার জুয়েল।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব-পার্বণে তাদের স্মরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধারা দেশে যথাযথ সম্মান পান।

এছাড়া মোহাম্মদপুরে ১৩ তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আবাসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।