শনিবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুম্মন কুমিল্লা সদরের ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা নমুনৌশদ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে জুম্মনের সঙ্গে তার খালাতো ভাই জজু মিয়ার জমি নিয়ে বিরোধের জের ধরে বাগ-বিতণ্ডা হয়। এ সময় জজু বটি দিয়ে জুম্মনের মাথায় এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরআইএস/