ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পলাশবাড়িতে বাস খাদে পড়ে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, এপ্রিল ১৪, ২০১৮
পলাশবাড়িতে বাস খাদে পড়ে আহত ১৫ দুর্ঘটনায় আহতরা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে রাজশাহী-রংপুরগামী রাজকীয় পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার আফসার উদ্দিন (৭০), লালমনিহাট সদরের রাজ্জাকুল (৪০), রাজশাহীর খোদাগারী থানার রায়হান (৩৫) ও তার স্ত্রী নাসিমা (২৫), মানিকগঞ্জের আসমা বেগম (৩০), কাউনিয়ার সেলিনা বেগম (৩৫), ও  মতিউর (৪০), বগুড়ার কাহালু থানার সুজন কুমার (২৫), রাজশাহীর চারঘাটের হাসিবুর রহমান (২৫)। বাকি আহতরা প্রাথমিক নিয়েছেন।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ির ড্রিমল্যান্ড এলাকায় পৌঁছার পর  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।