ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে উপচেপড়া ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, এপ্রিল ১৪, ২০১৮
হাতিরঝিলে উপচেপড়া ভিড় হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই দিনটি উদযাপন করতে প্রিয়জনের সঙ্গে হাতিঝিলে আসতে শুরু করেন দর্শনার্থীরা।

দর্শনার্থীদের মধ্যে কেউ এসেছেন পরিবার নিয়ে আবার কেউ এসেছেন প্রিয়জনের সঙ্গে। এ যেন তরুণ-তরুণী, কিশোর- কিশোরীর মিলনমেলা।

শনিবার (এপ্রিল ১৪) বেলা ৩টার দিকে হাতিরঝিলে দিয়ে দেখা গেছে, কেউ প্রিয় মানুষের হাত ধরে হাঁটছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে। রাস্তার পাশে খোলা আকাশের নিচে ঘাসের উপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন অনেকে। আবার কেউ ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলছেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবির পাশাপাশি সেলফি তুলছেন দর্শনার্থীরা।  

হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়-ছবি-শাকিল আহমেদএদিকে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির টিকিটের জন্য যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। অতিরিক্ত গরমে দর্শনার্থীদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা গেলেও মনের আনন্দের কাছে এ যেন কিছুই না।  

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছেলেমেয়ে নিয়ে আসা রাশিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নতুন বছরের প্রথম দিন উপলক্ষে ঘুরতে বেরিয়েছি।

বাবা-মার সঙ্গে ঘুরতে আসা উদয়ন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আহাদ বলেন, খুব ভালো লাগছে, অনেক মজা করেছি, 

মতিঝিল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন পলাশ। তিনি বলেন, নববর্ষ সেলিব্রেট করতে ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।