ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবারের পহেলা বৈশাখ বিশেষ তাৎপর্যপূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, এপ্রিল ১৪, ২০১৮
এবারের পহেলা বৈশাখ বিশেষ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি)।

ঢাকা: এবারের পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলাদেশ এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছে গেছি।

শুক্রবার (১৩ এপ্রিল) দিনগত রাতে মানিকমিয়া এভিনিউতে বার্জার পেইন্ট ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আল্পনায় বাংলাদেশ ১৪২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি)।

জাতীয় সংসভবনের সামনে মানিকমিয়া এভিনিউতে শিল্পীদের আঁকা আল্পনার মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়ার অভিযাত্রা শুরু হয় পাঁচ বছর আগে।

এবারও ব্যতিক্রম ঘটেনি এর। পহেলা বৈশাখের আগের দিন গভীর রাতে ৩০০ জন শিল্পীর ও হাজার দর্শনার্থীর কলকাকলিতে ভরে উঠে এ প্রাঙ্গন।

আলপনা কার্যক্রম উদ্বোধনের আগে স্পিকার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব। এরমাধ্যমে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন উদ্যোগে এগিয়ে যাওয়ার মাধ্যমে জাতি হিসেবে এগিয়ে যাব আমরা।  

তাছাড়া বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করার মাধ্যমে দেশবাসীকে নববর্ষ বরণ করে নেওয়ার আহবান জানান স্পিকার।  
 
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ একটি অসাম্প্রদায়িক দেশ। পহেলা বৈশাখে আমাদের শপথ হোক, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যেতে চাই। আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী, ইরেশ জাকের এবং শিল্পী মনিরুজ্জামান।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।