আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে (পহেলা বৈশাখ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামের হাজী আমির আলীর ছেলে শের আলীর সঙ্গে একই গ্রামের আব্দুন নুর মিয়ার জমির ধান কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে স্বাধীন মিয়া (১৬), হামিদ মিয়া (৫০), নিপুন (২৫), কালাই মিয়া (৩০) ও শের আলীকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ