ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে পহেলা বৈশাখে নদী রক্ষার আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, এপ্রিল ১৪, ২০১৮
হবিগঞ্জে পহেলা বৈশাখে নদী রক্ষার আন্দোলন নদী রক্ষায় মানববন্ধন ও ভরাট হয়ে যাওয়া নদী

হবিগঞ্জ: নদীমাতৃক দেশ বাংলাদেশ। সারাদেশে জালের মতো বিস্তৃত ছিল অসংখ্য নদ-নদী। আজ থেকে ৫০/৬০ বছর আগেও প্রায় ১ হাজার ২৫০টি নদী ছিল এই দেশে। মানুষের অযাচিত হস্তক্ষেপে দিনে দিনে তা কমে এসে প্রায় ৩শ’তে দাঁড়িয়েছে।

এক সময় হবিগঞ্জের উপর দিয়েও প্রবাহিত হত প্রায় ৫০টি নদ নদী। এখন এর অর্ধেকও খুঁজে পাওয়া যায় না।

মানুষের অদূরদর্শিতার কারণে দিন দিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে অনেক নদ নদী।

আর এই নদী রক্ষায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিনে হবিগঞ্জের শিরিষতলায় মানববন্ধন ও পথসভায় এসব কথা বলেন বক্তারা।  

“নববর্ষে বাজে নতুন দিনের গান, নদী বয়ে যাক অবিরত, বাংলাদেশের প্রাণ” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘হবিগঞ্জের ভরাট ও দখল হয়ে যাওয়া নদী খনন ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। মূল বক্তব্য রাখেন- খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- বিশিষ্ট গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও কর্মীবৃন্দ।

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, দখল-দূষণে সব নদীই আজ বিপর্যস্ত, সৌন্দর্যহীন, অর্ধমৃত বা প্রায় মৃত হয়ে পড়েছে। নদীর উপর ক্রমাগত অসংযত আচরণ ও অত্যাচারের মহোৎসবে কিছু মানুষ লাভবান হলেও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী। তাই পরিবেশ-প্রতিবেশ এর প্রতি লক্ষ্য রেখে ভরাট ও দখল-দূষণ হয়ে যাওয়া সব নদী পুনরুদ্ধার করে খনন, সচল এবং স্বাভাবিক  গতিতে প্রবাহিত করতে হবে। আর তা নাহলে নদীমাতৃক বাংলাদেশের নদী বিপর্যয় অবধারিতভাবেই সার্বিক পরিবেশ-প্রতিবেশ, স্বাস্থ্য ও অর্থনৈতিক বিপর্যয়ের সূত্রপাত করবে।

এর আগে ব্যানার উল্লেখিত হবিগঞ্জ জেলায় একসময় প্রবাহিত হওয়া প্রায় অর্ধশতাধিক নদীর নাম দেখে কর্মস‍ূচির প্রতি আগ্রহ প্রকাশ করে অনেকেই অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।