ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নানা আয়োজনে সিলেটে বর্ষবরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, এপ্রিল ১৪, ২০১৮
নানা আয়োজনে সিলেটে বর্ষবরণ নতুনের আবহনে সিলেটের মঙ্গল শোভাযাত্রায় ছিল হাতি। ছবি: আবু বকর/বাংলানিউজ

সিলেট: নতুন বছরকে নিয়ে বৈশাখ এসেছে বাঙালির দুয়ারে। তাকে বরণ করে নিতে চারিদিকে ঢাকঢোল বাদ্যের সুর। নাচ-গান, কবিতা আর যত অনুষ্ঠান, সব আয়োজন সিলেটে রয়েছে বর্ষবরণকে ঘিরে।

নববর্ষের সাজে বেরিয়েছে কিশোর-কিশোরীর দল। রাঙিয়েছে রাজপথ মঙ্গল শোভাযাত্রায়।

পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে আজি নতুনের আহ্বানে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সিলেটে চলছে বর্ণাঢ্য বর্ষবরণ।  

শনিবার (১৪ এপ্রিল) ঊষালগ্নে সিলেটে কালবৈশাখী ঝড় হানা দিলে বর্ষবরণের প্রস্তুতি ম্লান হবার আশঙ্কা উঁকি দেয়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রং বদলায় আকাশের। ফর্সা হতে থাকে আকাশের রং। তখন জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি নগরের কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।  

সকাল সাড়ে ১১টায় উদীচী মিরাবাজার থেকে ও রং পেন্সিল একাডেমি’র আয়োজনে শোভাযাত্রা ধোপাদিঘীর পাড় থেকে বের হয়ে নগর প্রদক্ষিণ করে। মদনমোহন কলেজের আয়োজনে বের হয় আলাদা শোভাযাত্রা। ঢাকের তালে আবহমান বাংলার সংস্কৃতির সংযোজন ছিল শোভাযাত্রায়।  

এর আগে সকালে শ্রীহট্ট সংস্কৃত কলেজে আনন্দলোকের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকগানে একুশে পদকপ্রাপ্ত সুষমা দাস।  

নববর্ষকে বরণে বিভিন্ন অনুষ্ঠান চলছে সিলেটে। জেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠান চলছে।  

নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘সূচি’র উদ্যোগে চলছে বর্ষবরণ। শ্রীহট্ট সংস্কৃত কলেজে চলছে আনন্দলোকের নাচ গান ও কবিতার আসর।

পাঠশালার আয়োজনে নগরের কাজিটোলা সড়কে বিকাল ৩টায় শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে থাকছে বর্ষবরণের আয়োজন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চলছে বর্ষবরণ উৎসব।

বছরের প্রথম দিনে প্রথা অনুযায়ী মনিপুরীদের আয়োজনে থাকবে পাঁচদিনব্যাপী পাশা খেলা। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার অনুষ্ঠানের অংশ হিসেবে সিলেটের লাক্কাতুড়া চা বাগান এলাকায় হবে চড়ক পূজা।

এদিকে, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হোটেল রেস্তোরাঁগুলো ব্যতিক্রমী সাজে সাজানো হয়েছে পহেলা বৈশাখে। নামি-দামি রেস্তোরাঁ থেকে শুরু করে মধ্যম সারির রেস্তোরাঁগুলোতে পান্তা-ইলিশের ভোজ রাখা হয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনইউ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।