শুক্রবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিলন মোহন্তকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ওইদিন রাতে কারাগারে নেওয়ার সময় তার শারীরিক অবস্থা খারাপ হয়। এ কারণে ওইদিনই তাকে চিকিৎসার জন্য রমেক হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এমএ/