ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইনজীবী রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, এপ্রিল ১৪, ২০১৮
আইনজীবী রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

রংপুর: রংপুরের বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলার আসামি গ্রেফতার মিলন মোহন্ত মারা গেছেন। 

শুক্রবার (১৩ এপ্রিল)  রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিষয়টি  রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মিলন মোহন্ত আইনজীবী রথীশ চন্দ্রের ব্যক্তিগত সহকারী ছিলেন।  

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিলন মোহন্তকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওইদিন রাতে কারাগারে নেওয়ার সময় তার শারীরিক অবস্থা খারাপ হয়। এ কারণে ওইদিনই তাকে চিকিৎসার জন্য রমেক হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।