জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, মা- বাবার একমাত্র সন্তান রাকিব সংসারে স্বচ্ছলতা আনতে বেশ কিছুদিন আগে সৌদি আরব যান। কিন্তু সংসারের আলো ফোটানোর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।
রিয়াদে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ নিহত ৭
জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, রাকিবের মৃত্যুর সংবাদটি মিডিয়া ও তার সহকর্মীদের ফোনের মাধ্যমে বাড়িতে পৌঁছালে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসী ও তার নিকট আত্মীয়-স্বজনরা এখন ভিড় করছেন তার বাড়িতে।
তবে রাকিবের মরদেহ কবে দেশে আসবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারেননি বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় বাংলাদেশিসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
নিহত অন্য বাংলাদেশিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হিমেল (২৮), নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), সিলেটের জোবায়ের (৪৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার সোলায়মান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মজিদ (৫০)।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
জিপি/জেএম