শনিবার (পহেলা বৈশাখ) সকালে দোকানের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তপন ওই এলকার রবি দেবের ছেলে।
পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বাংলানিউজকে বলেন, তপন ওই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী এবং নিজেই দোকানে কাজ করতেন।
শুক্রবার দিবাগত রাতে দোকানেই তিনি রাত্রী যাপন করেন। শনিবার সকালে দোকানে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্যকিছু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ