ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইবিতে বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, এপ্রিল ১৪, ২০১৮
ইবিতে বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা বৈশাখী ও বিজ্ঞান মেলা-ছবি: বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী মেলার উদ্বোধন করেন। ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা।

মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে অনুষদ ভবন ও আম্রকাননে বসানো হয়েছে ৯২টি স্টল। স্টল গুলোতে মনোহরি, হরেক রকমের পিঠা, বই ও বিজ্ঞান বিষয়ক সরঞ্জামাদি শোভা পাচ্ছে।

এছাড়াও বৈশাখী উৎসব উপলক্ষে গ্রাম বাংলার প্রাচীন লাঠি খেলার আয়োজনের কথা রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা কমিটির সভাপতি অধ্যাপক জাকারিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলের উপস্থাপনায় ও বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা কমিটির সভাপতি অধ্যাপক জাকারিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং প্রক্টর মাহবুবর রহমান।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।