ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কসবায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, এপ্রিল ১৪, ২০১৮
কসবায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর পশ্চিম পাড়ার ইদ্রিস মিয়ার ধানের জমিতে স্তুপ করে রাখা মাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে একটি ধানের জমিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরো জানান, মরদেহটি বেশ কয়েকদিনের হওয়ায় পচে গলে গেছে। নিহত যুবকের মাথার খুলি ও হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। হাড়ের জোড়াও গুলো খুলে গেছে। তাই ডিএনএ টেস্ট ছাড়া কিছুই বলা যাবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।