ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৬, এপ্রিল ১৪, ২০১৮
সাভারে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৩ আটক নারী-পুরুষ

সাভার (ঢাকা ): সাভারে সালাউদ্দিন (৫০) নামে অপহৃত এক হোটেল বয়কে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (১৪ এপ্রিল) সকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লার হাজী খায়েরের বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো- সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মো. সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক রামিম (২৮)।

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সিনিয়র এএসপি মো. আনিসুল করিম বাংলানিউকে জানান, একটি চক্র হোটেল বয় সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরণ করে সাভারে নিয়ে আসে এবং তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপণের ত্রিশ হাজার টাকা দেয় ওই চক্রকে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।