ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রাণের উচ্ছ্বাসে মৌলভীবাজারে বর্ষবরণ উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৫, এপ্রিল ১৪, ২০১৮
প্রাণের উচ্ছ্বাসে মৌলভীবাজারে বর্ষবরণ উদযাপিত বৈশাখের শোভাযাত্রা-ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে মৌলভীবাজারে উদযাপিত হচ্ছে বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষ ১৪২৫ সনকে বরণ করতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মেতে উঠেছে।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে বাংলার উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।

  এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য ও প্রদর্শনীর মাধ্যমে উৎসবের আনন্দে মেতে ওঠে বাঙালিরা।

জেলা প্রশাসন, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করছে।
‍অপরদিকে  পৌরসভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষবরণ অনুষ্ঠানে  আবহমান বাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে শিশু-কিশোর ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
 
এছাড়াও জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা উপজেলায়ও নববর্ষ বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।