ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুরোদস্তুর বাঙালিয়ানায় বিদেশিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৭, এপ্রিল ১৪, ২০১৮
পুরোদস্তুর বাঙালিয়ানায় বিদেশিরা বাঙালির বর্ষবরণ উৎসবে অংশ নিয়েছেন বিদেশিরাও। ছবি: রাজীন চৌধুরী

রমনা বটমূল থেকে: ‘হ্যালো বাংলাদেশ। সবাইকে শুভ নববর্ষ।’ ভাঙা ভাঙা বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিলেন আয়ারল্যান্ড থেকে আসা তরুণ কোরম্যাক। পরনে পাজামা-পাঞ্জাবী। পায়ে চপ্পল, হাতে বাংলা নববর্ষ লেখা হাতপাখা। দেখে মনে হয় পুরোদস্তুর বাঙালি!

কথা হলো কোরম্যাকের সঙ্গে। বাংলানিউজকে তিনি বলেন, আমি এসেছি বাঙালির বর্ষবরণ উৎসব দেখতে।

এবারই প্রথম এসেছি, এসে মুগ্ধ হয়েছি। অসাধারণ অনুভূতি।  

ইংল্যান্ড থেকে আসা চল্লিশোর্ধ্ব মোরেসও সেজেছে বাঙালির সাজে। সাদার উপর কালো ডোরাকাটা পাঞ্জাবি, গলায় পুতির মালা। বাংলা বলতে না পারলেও, বাঙালিদের সঙ্গে মিলে নববর্ষ উদযাপনে কোনো অসুবিধাই হচ্ছে না তার।
বাঙালির বর্ষবরণ উৎসবে অংশ নিয়েছেন বিদেশিরাও।  ছবি: রাজীন চৌধুরীমাথায় ফুলের তোড়া, লাল টুকটুকে পাড়ে আবহমান গ্রাম বাংলা চিত্রাঙ্কিত সাদা শাড়ি পরে, কপালে লাল টিপ দিয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আসা অ্যাশলি।

বাংলানিউজের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সবার সাথে আজকের এই বর্ষবরণ উৎসব অসাধারণ। সবাই নানা রঙের নতুন পোশাক পরে এসেছে। সবমিলিয়ে দারুণ উপভোগ করছি।  

অ্যাশলি, কোরম্যাক ও মোরেসের মতো আরও অনেক বিদেশি মেতেছেন বাঙালির বর্ষবরণ উৎসবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৪,  ২০১৮
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।