কথা হলো কোরম্যাকের সঙ্গে। বাংলানিউজকে তিনি বলেন, আমি এসেছি বাঙালির বর্ষবরণ উৎসব দেখতে।
ইংল্যান্ড থেকে আসা চল্লিশোর্ধ্ব মোরেসও সেজেছে বাঙালির সাজে। সাদার উপর কালো ডোরাকাটা পাঞ্জাবি, গলায় পুতির মালা। বাংলা বলতে না পারলেও, বাঙালিদের সঙ্গে মিলে নববর্ষ উদযাপনে কোনো অসুবিধাই হচ্ছে না তার।
মাথায় ফুলের তোড়া, লাল টুকটুকে পাড়ে আবহমান গ্রাম বাংলা চিত্রাঙ্কিত সাদা শাড়ি পরে, কপালে লাল টিপ দিয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আসা অ্যাশলি।
বাংলানিউজের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সবার সাথে আজকের এই বর্ষবরণ উৎসব অসাধারণ। সবাই নানা রঙের নতুন পোশাক পরে এসেছে। সবমিলিয়ে দারুণ উপভোগ করছি।
অ্যাশলি, কোরম্যাক ও মোরেসের মতো আরও অনেক বিদেশি মেতেছেন বাঙালির বর্ষবরণ উৎসবে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এএম/এমজেএফ