ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪২, এপ্রিল ১৪, ২০১৮
লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রা

লক্ষ্মীপুর: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্বাগত ১৪২৫। গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শুরু হয় বাংলা নববর্ষের আয়োজন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, পুলিশ সুপার (এসপি) আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

পরে মন্ত্রী একে এম শাহাজাহান কামাল ৭ হাজার লোকের জন্য পান্তা ভাতের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৮
এসআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।