শনিবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টায় এ উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বাংলার কামার, কুমার, তাঁতী, জেলে, গরুরগাড়ি, ঘোড়ারগাড়ি, ফুল, পাখি, প্রজাপতির মুখোশ পরে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে জেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, এনডিসি মোশারফ হোসেন প্রমুখ।
পরে শিশু শিল্পীদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, সকাল থেকেই জমে উঠেছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ