ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নানা কর্মসূচিতে নতুন বছরকে বরণ করল বাগেরহাটবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৫, এপ্রিল ১৪, ২০১৮
নানা কর্মসূচিতে নতুন বছরকে বরণ করল বাগেরহাটবাসী বৈশাখ বরণে মঙ্গল শোভাযাত্রা

বাগেরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪২৫ বরণ করে নিল বাগেরহাটবাসী।

এ উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বাগেরহাটের নানা শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এর আগে স্টেডিয়ামে বেলুন এবং কবুতর উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসন।

শোভাযাত্রায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে পান্তা ইলিশ ভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।