এ উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বাগেরহাটের নানা শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এর আগে স্টেডিয়ামে বেলুন এবং কবুতর উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসন।
শোভাযাত্রায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে পান্তা ইলিশ ভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরএ