সিলেট তথা বাংলাদেশের গৌরব সুষমা দাস শনিবার (১৪ এপ্রিল) সকালে শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে আনন্দলোকের আয়োজনে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি গানের মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই সুষমা দাসকে উত্তরীয় পরিয়ে দেন আনন্দলোকের পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা।
আমিনুল ইসলাম লিটনের উপস্থাপনায় বৈশাখের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে এসেছেন সংগীতশিল্পী পূবালী দেবনাথ ও আবৃত্তিকার দেবেশ ঠাকুর। দিনব্যাপী অনুষ্ঠানে সংগীত ছাড়াও থাকছে নৃত্য ও আবৃত্তি।
এছাড়া বর্ষবরণ উপলক্ষে নগরীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শ্রুতির উদ্যোগে নগরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সংগীতানুষ্ঠান, শহীদ মিনারে রবীন্দ সংগীত পরিষদের আয়োজন।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনইউ/জিপি