শুক্রবার (১৩ এপ্রিল) রাতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ পরিচালিত ভ্রাম্যমান আদলত তাকে এই শাস্তি প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার বিকেল পাঁচটার নৌ পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার দক্ষিণ বাউসিয়া গ্রামে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ আব্দুর রবকে আটক করেন।
আব্দুর রব ওই গ্রামের মৃত হাসেম সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এইচএম ফাহাদ জানান, আব্দুর রব সিকদারকে থানা পুলিশের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এমএস/এনএইচটি