ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৬, এপ্রিল ১৪, ২০১৮
কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রা

কুড়িগ্রাম: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিসানে শূচি হোক ধরা’। গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে বাংলা নববর্ষের আয়োজন।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গল শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হাসান লোবান প্রমুখ।

এ শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।