শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গল শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হাসান লোবান প্রমুখ।
এ শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এফইএস/এমজেএফ