ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩১, এপ্রিল ১৪, ২০১৮
ফেনীতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা

ফেনী: ফেনীতে নাচ-গান, হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে সব বয়স ও শেণী-পাশার মানুষ।

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার রায়, পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমার বিকম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী, ফেনী পৌরসভার প্যানেল আশ্রাফুল আলম গীটার প্রমুথ।

এছাড়া অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গল শোভাযাত্রায় বাঙালির বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

পরে পিটিআই মাঠে উৎসব মুখর পরিবেশে সাত দিনব্যাপী বৈশাখী গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানায় খাওয়া দাওয়ার। এছাড়া শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় আয়োজন করা হয় উৎসবের। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা আয়োজন উৎসব চলবে দিনব্যাপী।

তবে এ বছর শহরের হোটেল-রেঁস্তোরায় পান্তা-ইলিশের আয়োজনে তেমন সাড়া মিলেনি। ইলিশের যোগান না থাকলেও ঘরে ঘরেই হয়েছে পান্তা-ভর্তা আয়োজন।

এদিকে সকাল থেকেই শহরের বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গ্রামীণ মেলা ও শিশু পার্কগুলো তরুণ-তরুণীদের আড্ডায় মুখর হয়ে ওঠেছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।