ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডেমরায় মাচা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২১, এপ্রিল ১৩, ২০১৮
ডেমরায় মাচা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমরায় নির্মাণধীন ভবন থেকে পড়ে বজলু রহমান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরজু (২৮) নামে আরেক শ্রমিক।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বজলুর সহকর্মী সাইদুল ইসলাম জানান, ডেমরার বাদশা মিয়া রোডের একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় মাচা বেঁধে কাজ করছিলেন বজলু ও আরজু ।

এ সময় হঠাৎ মাচা থেকে নিচে পড়ে যায় তারা। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে বজলুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরজু হাসপাতালে চিকিৎসাধীন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলানিউজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।