ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীপু‌রে আগু‌নে পুড়‌লো ৪ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৬, এপ্রিল ১৩, ২০১৮
শ্রীপু‌রে আগু‌নে পুড়‌লো ৪ দোকান

গাজীপুর: ‌গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার সিএন্ডবি বাজার এলাকার একটি মার্কেটে ঘটা অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার (১৩ এ‌প্রিল) ভো‌রে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল-আমিন জানান, সিএন্ডবি বাজার এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার কামরুজ্জামানের মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের দুইটি ইউনিট ঘটনাস্থলে গি‌য়ে আধা ঘণ্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্রণে আনে।  

আগুনে ওই মার্কেটের ৪টি দোকান ও মালামাল পুড়ে আনুমা‌নিক দেড় লাখ টাকার ক্ষতি হ‌য়ে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, এ‌প্রিল ১৩, ২০১৮
আরএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।