শুক্রবার (১৩ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল-আমিন জানান, সিএন্ডবি বাজার এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার কামরুজ্জামানের মার্কেটে আগুন লাগে।
আগুনে ওই মার্কেটের ৪টি দোকান ও মালামাল পুড়ে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএস/এনএইচটি