ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৩, এপ্রিল ১৩, ২০১৮
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে আশিক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) ভোরে রাণীনগর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিক উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আনোয়ারুলের ছেলে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে রাণীনগর রেল স্টেশন এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন আশিক। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।