বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ পাসপোর্টের ‘দালাল’ কাজল চন্দ্র সরকারকে (৫৪) আটকের পর এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত কাজল কটিয়াদী উপজেলার কায়েস্থ পল্লী গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, পাসপোর্ট করে দেয়ার নাম করে নির্ধারিত ফি’র চেয়ে পাসপোর্ট প্রত্যাশীদের অনেক বেশি টাকা আদায় করে আসছেন কাজল চন্দ্র সরকার।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অপরাধ স্বীকার করায় তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ৪-৫ বছর যাবত বেশি টাকা নিয়ে প্রায় দুই হাজার পাসপোর্ট করে দিয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতে স্বীকারোক্তি দিয়েছে কাজল।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমআইএইচ/এমএইউ/