ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, এপ্রিল ১২, ২০১৮
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, ছবি: প্রতীকী

ঢাকা: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে বউ বাজার এলাকায় ছুরিকাঘাতে রাসেল (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতের শিকার হন রাসেল। আহত রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টায় দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত রাসেল নিউ খিলগাঁও এলাকার বাসিন্দা, স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

খিলওগাঁও থানার ওসি মশিউর রহমান বাংলানিউজকে জানান, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্রিকেট খেলায় বিজয়ের পরে উল্লাস করছিল রাসেল। এ সময় পরাজিত টিমের সদস্যারা তাকে ছুরিকাঘাত করে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এসআই/এমআইএইচ/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।