স্বজনরা জানায়, ওই নারীর স্বামীর মৃত্যুর পর থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাহীনগর ধরেন্ডা মহল্লায় একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো গত ১০ এপ্রিল রাতে হোটেলে রান্নার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাভার মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের স্বজনরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিন্টুকে আটক করে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃত ওই ব্যক্তির বাড়ি সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায়।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমআইএইচ/এমএইউ/